Mohammodia Mini Bazar
- Home
- Mohammodia Mini Bazar
মো মোহাম্মদীয়া সুপার শপ
হাজ্বী মহসিন প্লাজা, চাটখিল দক্ষিন বাজার (খিলপাড়া রোড) চাটখিল, নোয়াখালী ।
সুপার শপ ও আধুনিক জীবনঃ
আধুনিক ও উন্নত জীবন মানে এক নব সংস্করণ হলো সুপার শপ । উন্নত জীবনযাপন ও আধুনিকতার সংস্পর্শে থাকার মাধ্যম হিসেবে সুপার শপ গুলো বর্তমানে জনপ্রিয়তার ঊর্ধে অবস্থান করছে। শুধু তাই নয়, পছন্দনীয় পণ্য ও ভালো মন্দ যাচাই করে পণ্য পাওয়ার জন্য এটি একটি প্রসিদ্ধ স্থান।
দিন দিন জীবন যাত্রার মান বাড়ছে, মানুষের হাতে সময় কমছে। টিকে থাকা ও এগিয়ে যাওয়ার লড়াইয়ে আমাদের প্রতিনিয়ত ছুটে বেড়াতে হয়। যা প্রভাব ফেলছে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা এখন স্বল্প সময়ে কিভাবে এবং কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি সেই চেস্টা করি। তারই ফলশ্রুতিতে আমরা চাই পছন্দনীয় পণ্য ও ভালো মন্দ যাচাই করে একই জায়গা থেকে সবকিছু কেনাকাটা করতে।
সাশ্রয়ী দাম ও আধুনিকতায় মোহাম্মদীয়া মিনি বাজারঃ
গ্রামীন পরিবেশে নিত্য পণ্য পাওয়ার সব ধরনের শহুরে সুবিধা সহ আধুনিকতার ছোঁয়া নিশ্চিত করতে এবং স্থানীয় লোকজনের স্বপ্ন পূরনে মোহাম্মদীয় ফুড এন্ড হাউজিং বদ্ধ পরিকর। তাইতো গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এবং উপযুক্ত দামে খাঁটি ও বিশুদ্ধ পন্য সরবরাহে শতভাগ সততার সাথে মোহাম্মদীয় সুপার শপ নিরলস কাজ করে যাচ্ছে।
শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, বিক্রেতাদের ভদ্র আচরণের কারণে এই সুপার শপে শপিং করার চাহিদাও বাড়ছে নিত্যদিন। বড় শহর ছাড়িয়ে মফস্বলে বাজার করার ধারণাকে আমূল পাল্টে দিচ্ছে এই ‘সুপার শপ’। এখানে পণ্যের মূল্য স্বাভাবিক হাট বা বাজারের মতোই। তবে বহু ক্ষেত্রে এটা বাজার দরের চেয়ে কম। সেই সঙ্গে মানের শতভাগ নিশ্চয়তা তো আছেই।
মিনি বাজারে গ্রাহক চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহঃ
একই ছাদের নিচে কাঁচাবাজার, মুদি পণ্য, প্রসাধন, মুখরোচক খাবার, মাছ-মাংস, কাঁচা ও শুকনো ফল, শিশুদের খাবার ও প্রসাধনী, নারীদের নানা পরিচ্ছন্নতার উপকরণ, এমনকি হাঁড়িপাতিল, ঘর সজ্জার সবই পাওয়া যায় মোহাম্মদীয়া মিনি সুপার শপে। চাল, ডাল, ভোজ্যতেল, মাছ (জ্যান্ত মাছও পাওয়া যায়), মাংস, মশলা, ফলমূল থেকে শুরু করে পোশাক, প্রসাধন, জুয়েলারি, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, স্টেশনারি, শিশুদের খেলনা, বইও পাওয়া যাচ্ছে।
রাইস কুকার, ব্লেন্ডার মেশিন, গ্যাসের চুলা, পাতিল, কড়াই, বোল, বাটি, ট্রে, বালতি, মগ, জগ, প্লেট, চামচ। বিভিন্ন ধরনের সবজি কাটার ছুরি, কিচেন চপিং বোর্ডসহ রয়েছে নানা প্রয়োজনীয় অনুষঙ্গ।
প্রসাধনের কর্নারে রয়েছে বিদেশি নানা ব্র্যান্ডের পণ্য। আছে লোশন, ক্রিম, পাউডার, মেকআপ বক্স, মাশকারা, কাজল, ফাউন্ডেশন, আইলানার, আইস্যাডো, লিপস্টিকসহ নানা রকম সুগন্ধি পণ্য।





