Director Massage

পরিচালকের বাণী

                                                                বিসমিল্লাহির রাহমানির রাহিম

আস্সালামুয়ালাইকুম। মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং কোম্পানীর পক্ষ থেকে আমি মাওঃ মোঃ মনির হোসেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পরিশ্রম এবং সততাই সফলতার মূল চাবিকাঠি। এই মূল মন্ত্রের উপর আস্থা রেখেই আমি নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরে অত্যন্ত সফলতার সাথে দীর্ঘদীন থেকে ব্যবসা পরিচালনা করে আসছি। এলাকার সুযোগ্য সন্তান হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই মূলত নিজের এক যুগেরও বেশী সময়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, মেধা, শ্রম আর নৈতিকতার সংমিশ্রনে মোহাম্মদীয় ফুড এন্ড হাউজিং প্রকল্পের উন্মেচন করার সিদ্ধান্ত নেই। ইতিমধ্যেই আমরা স্খানীয় পরিসরে জনমানুষের মনে একটি আস্থার জায়গা তৈরী করে নিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।

নিত্য প্রয়োজনীয় দেশী বিদেশী আধুনিক পণ্য সামগ্যী সরবরাহ, খাঁটি ও বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা ও মানুষের আধুনিক জীবনযাপনে উন্নত আবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষে অত্যন্ত নিষ্ঠার সাথে মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং কোম্পানী বর্তমানে কাজ করে যাচ্ছে। আমাদের বর্তমান প্রকল্পগুলোর মধ্যে. সুপারশপ- মোহাম্মদীয়া মিনি বাজার, স্কাই ভিউ চাইনিজ রেস্ট্ররেন্ট, মোহাম্মদীয়া হোটেল এবং মোহাম্মদীয়া হাউজিং প্রকল্প অন্যতম।

মানুষের কল্যানে কাজ করার ক্ষেত্রে আপনাদের যে কোন পজেটিভ মতামত ও সুপরামর্শ্ আমাকে অনুপ্রানিত করে সবসময়। পরিশেষে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

………..আল্লাহ হাফেজ………..

video showcase
মাও : মনির হোসাইন
ব্যবস্থাপনা পরিচালক
মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং লিমিটেড
Mail : md@mfhbd.com
call : +8801819-135685
+8801896-494200