Over 10 years we helping companies reach their financial and branding goals. Onum is a values-driven SEO agency dedicated.
মো মোহাম্মদীয়া হোটেল ও স্কাই ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট
চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্ট এ অল্প খরচে পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার হাতের কাছে পাওয়াটা বেশ কঠিন ব্যাপার। হোটেল বা খাবারের দোকান গুলোর খাবারের মান, পরিবেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করনে উদাসীনতা বেশ লক্ষনীয়।
দীর্ঘ দিনের হোটেল ব্যবসায়ের পথচলায় মোহাম্মদীয়া হোটেল স্থানীয় লোকজনের কাছে একটি আস্থার নাম। আমরা সবসময় স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাদু খাবার পরিবেশনের দিকে গুরুত্ব দিয়ে থাকি। তুলনামূলক কম দামে মুখরোচক খাবার আয়োজনে মোহাম্মদীয়া হোটেল স্থানীয় পরিসরে এককথায় অপ্রতিদ্বন্দী।
ভোজনরসিক ও অভিজাত ভোক্তাদের কথা মাথায় রেখে মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং লিঃ কোম্পানীর অভিনব সংস্করণ- মোহাম্মদীয়া হোটেল এবং স্কাই ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট। এখানে সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি চাইনিজ ও থাই ফুড উপভোগ করার সু-ব্যবস্থা রয়েছে।
মোহাম্মদীয়া হোটেল ও স্কাই ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট এর বৈশিষ্ট্যঃ
আমাদের নিত্যদিনের খাবারের তালিকা সমূহঃ