news headline

মিনিবাজার হোম ডেলিভারি

মিনিবাজার সুপারশপ। আধুনিক বাজার! মাছ থেকে মিষ্টি, চাল থেকে চুলা-সুই থেকে সূতা সবই মেলে এখানে। পরিচ্ছন্ন পরিবেশে সময় নিয়ে বেছে বেছে কেনাকাটা করা যায় বলে জনপ্রিয়তা বাড়ছে নিয়মিত মিনিবাজারের ।

এই যেমন প্রত্যেকটা শ্রমিক থেকে লেবার রিক্সাওলা অফিস আদালতের লোকের কেনাকাটা তাদের একটা নেশা হয়ে উঠেছে মিনিবাজার। আমাকে কোনো কারণে অপেক্ষা করতে হলেও আমি সরাসরি মিনিবাজার সুপারশপে চলে যাই। খুঁজে খুঁজে টুকটাক শপিং করি আর অপেক্ষা করা লাগেনা। দারুণ কেটে যায় সময়টা।

(মিনিাবাজার) সুপারশপে) কেনাকাটা তন্বীর পছন্দ এ জন্যই যে, মানুষ  স্ত্রী ছেলে  মেয়েকে নিয়ে শপিংয়ে গেলেও নাকাল হতে হয় না। ওদের সঙ্গে নিয়ে আরামেই বাজার করে ফেরা যায়। আবার সুপারশপে জিনিসও মেলে নানান রকমের। ফলে সহজেই সেখান থেকে বেছে নেওয়া যায় নিচের পছন্দমতো পণ্য।

মিনিবাজার জনপ্রিয় সুপারশপ। বেছে বেছে আরামে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য অনেকের কাছেই সেরা বিকল্প মোহাম্মদীয়া মিনিবাজার।

চেইন সুপারশপ স্বপ্নের নির্বাহী পরিচালক মাওলানা মনির হোসাইন বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ তো বটেই, সুপারশপে কেনাকাটার আরও সুবিধা হচ্ছে, এখানে ঠকার সুযোগ কম। কোনো পণ্য খারাপ হলে ক্রেতার অভিযোগ করার সুযোগ আছে, যেটা কাঁচাবাজারে সম্ভব নয়। আবার আমাদের অধিকাংশ ক্রেতাই মেয়ে, তারাও এখানে নিরাপত্তা পাচ্ছে। সুপারশপগুলোতে স্বাস্থ্যকর পদ্ধতিতে সবকিছু সংরক্ষণ করা হয়। অনেক জায়গায় দেখা যায় নর্দমার পাশে মাছের বাজার, সেখানে ব্যাকটেরিয়াল কিছু মাছে চলে গেল কি না, সেসব বিষয়ে ক্রেতারা বুঝতে পারছে না।’ তবে সুপারশপগুলোকে আরও উন্নত করতে কিছু বিষয়ে বাড়তি নজর দেওয়ার কথা বলেন মাওলানা মনির সাহেব।  সুপার স্টোর নিজেই তাদের গুণগত মান নিশ্চিত করতে আরও সচেতন হতে পারে। কর্মীদের আরও দক্ষ করে তুলতে পারে। সুপারশপগুলোতে দামের ব্যাপারে তিনি বলেন, কিছু পণ্যে এমআরপি লেখাই থাকে। সবজি, ফল, মাছ, মাংস বা চাল-ডালেই মূলত দামের পার্থক্য তৈরি করে। কাঁচাবাজারের দামেই তো আর সুপার মার্কেটে পণ্য দেওয়া সম্ভব নয়। তবে খুব বেশি পার্থক্য থাকলে তো ক্রেতারা আসবে না। সেই দিকটাও মাথায় রাখতে হবে।

মিনিবাজার পরিচালক বাবর সাহেব বলেন, ‘কোনো ক্রেতা আমাদের দোকানে এলে আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে তাঁরা যা চাইছেন তার সবই যেন তাঁরা এখানে পান। স্বচ্ছতাটা আমাদের ক্রেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনো অনেকেই কাঁচাবাজারে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে মডার্ন শপিংয়ের সুবিধা তাদের বোঝাতে পারলেই তারা আরও বেশি এদিকে ঝুঁকবে। আর তা ছাড়া তারা এখানে টাটকা পণ্যটাও পাচ্ছে।’

সুপারশপে যেমন গিয়ে কেনাকাটা করার সুবিধা আছে, তেমনি চাইলে তারা হোম সার্ভিসও দেয়। সুপারশপগুলোতে,রয়েছে কার্ড সুবিধাও।  রয়েছে অভিযোগের ব্যবস্থাও। কোনো পণ্য নিয়ে অভিযোগ থাকলে জানাতে পারেন সহজেই।

যা পাবেন সুপারশপে
সুপারশপে পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় প্রায় সব উপকরণই। কাঁচাবাজার, মাছ, মাংস ছাড়াও সব ধরনের চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ পাবেন এখানে। এমন অনেক জিনিস আছে, যা সচরাচর সবখানে মেলে না, যেমন মিনিবাজারে পাবেন কলার মোচা বা আতা ফল। থানকুনি পাতা, চুই ঝাল, কিমা মাংস, নানা রকম রুটি, বিস্কুট, জুস, আচার, কাউনের চাল, বিন্নি চাল-কী নেই এখানে। মিলবে দেশি-বিদেশি ফলমূল, শুকনা ফল, মুদি দোকানের উপকরণ,  ক্রোকারিজ, ইলেকট্রনিক পণ্য, স্টেশনারি পণ্য, শিশুদের খেলনাসহ দৈনন্দিন আরও অনেক কিছু। সেখান থেকে কেবল নিজের পছন্দমতো পণ্য বেছে নিলেই হলো।

ধন্যবাদ ক্রেতা স্যারদের 

মোহাম্মদীয়া মিনিবাজার

চাটখিল নোয়াখালী 

 

Author

admin

Comments (2)

  1. A WordPress Commenter
    December 11, 2021 Reply

    Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

  2. uFcvGzmoTJfN
    February 19, 2022 Reply

    hAnNLIHXjYtc

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *